০৯ নং নুনগোলা ইউনিয়নে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র রয়েছে।
যাহা ইউনিয়নের প্রানকেন্দ্র ঘোড়াধাপ হাটের পিছন সাইডে অবস্থিত।
এখানে প্রতিদিন নিয়মিত রোগীদের সেবা প্রদান করা হয়। ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়
নুনগোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র
বগুড়া সদর, বগুড়া।
ক্রমিক নং | কর্মকর্তা ও কর্মচারীর নাম | পদবী | ইউনিট নং ও গ্রাম | মোবা্ইল নং |
০১ | মোঃ আশেকুর রহমান | উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার | ক্লিনিক | ০১৭১২৮৮৭৯৭১ |
০২ | মোঃ মোজাফ্ফর হোসেন | ফার্মাসিষ্ট | ক্লিনিক | ০১৭৩৯৯৮১৮১৪ |
০৩ | শাহীন পারভীন | পরিবার কল্যান পরিদর্শিকা | ক্লিনিক | ০১৭২৫৭৩৪৩৭২ |
০৪ | আকতার বানু | পরিবার কল্যান পরিদর্শিকা | ক্লিনিক | ০১৯২২৯২৯৩৫৯ |
০৫ | মোঃ গোলাম রব্বানী | পরিবার কল্যান পরিদর্শিক | নুনগোলা, ইউনিয়ন | ০১৭১২৫৮৬২১৪ |
০৬ | মোছাঃ শাহনাজ সুলতানা | পরিবার কল্যান সহকারী | রজাকপুর, অন্তাহার | |
০৭ | মোছাঃ জেমী খাতুন | পরিবার কল্যান সহকারী | দারিয়াল, অন্তাহারা | |
০৮ | মোছাঃ সুমনা আকতার | পরিবার কল্যান সহকারী | শশীবদনী, কুকরুল | |
০৯ | মমতাজ শিরিন | পরিবার কল্যান সহকারী | হাজরাদিঘী | |
১০ | হোসনে আরা বেগম | পরিবার কল্যান সহকারী | আশোকোলা | |
১১ | পারভীন আকতার | পরিবার কল্যান সহকারী | দশটিকা | |
১২ | মোঃ আনিছুর রহমান | এম এল এস এস | ক্লিনিক | |
১৩ | ফাতেমা খাতুন | আয়া | ক্লিনিক |
* সেবা সমূহঃ
১। মা শিশু ও আগত সকল রুগীর সাধরণ চিকিৎসা দেওয়া।
২। গর্ভবতী ও প্রসূতি সেবা প্রদান।
৩। স্বাস্থ্য শিক্ষা/সেটালাইট সংগঠন।
৪। পরিবার পরিল্পনা সেবা প্রদান।
৫। কিশোর কিশোরীর চিকিৎসা সেবা প্রদান।
৬। সরকারী আদেশে জরুরী ও অন্যান্য কাজে অংশ গ্রহন।
* সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS