Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নুনগোলা ইউনিয়নের ইতিহাস

নুনগোলা ইউনিয়নটি বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামে অবস্থিত। অত্র ইউনিয়নটি ঐতিহ্যবাহী নুনগোলা গ্রামের নাম অনুসারে নামকরন করা হয়েছে ।

কিন্তু বর্তমানে ইউনিয়নটি পূর্নগঠনের কারনে নুনগোলা গ্রামটি নিশিন্দারা ইউনিয়নের অন্তগর্ত হয়েছে। অত্র ইউনিয়নের বিখ্যাত ঘোড়াধাপ হাট অবস্থিত।

ইউনিয়নটি আটটি গ্রাম নিয়ে গঠিত। যাহার মোট জনসংখ্যা ২০,৯৩৬ জন। যাহার মধ্যে পুরুষ ১০,৫৬৭ জন, মহিলা ১০,৩৬৭ জন।

 

কালেরস্বাক্ষী বহনকারী করতোয়া নদীরতীরে গড়ে  উঠা বগুড়া সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নুনগোলা ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ নুনগোলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৯ নং নুনগোলা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৫.৪১(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২০৯৩৪জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৮টি।

ঙ) মৌজার সংখ্যা – ০৮টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/ সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৭৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ০২টি,

    মাদ্রাসা- ০৫টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ  আলীম উদ্দিন

ঞ) মসজিদ -৫২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০৮/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৮/০৮/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৮/০৮/২০২১ইং

৪)

ঢ) গ্রাম সমূহের নাম –

             রজাকপুর       অন্তাহার             তেলধাপ

             দারিয়াল          শশীবদনী          হাজরাদিঘী

             কুকরুল           আশোকোলা             

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯জন।