Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

০৯ নং নুনগোলা ইউনিয়নে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র রয়েছে।

যাহা ইউনিয়নের প্রানকেন্দ্র ঘোড়াধাপ হাটের পিছন সাইডে অবস্থিত।

এখানে প্রতিদিন নিয়মিত রোগীদের সেবা প্রদান করা হয়। ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়

 

নুনগোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

বগুড়া সদর, বগুড়া।

 

ক্রমিক নংকর্মকর্তা ও কর্মচারীর নামপদবীইউনিট নং ও গ্রামমোবা্ইল নং
০১মোঃ আশেকুর রহমানউপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারক্লিনিক০১৭১২৮৮৭৯৭১
০২মোঃ মোজাফ্ফর হোসেনফার্মাসিষ্টক্লিনিক০১৭৩৯৯৮১৮১৪
০৩শাহীন পারভীনপরিবার কল্যান পরিদর্শিকাক্লিনিক০১৭২৫৭৩৪৩৭২
০৪আকতার বানুপরিবার কল্যান পরিদর্শিকাক্লিনিক০১৯২২৯২৯৩৫৯
০৫মোঃ গোলাম রব্বানীপরিবার কল্যান পরিদর্শিকনুনগোলা, ইউনিয়ন০১৭১২৫৮৬২১৪
০৬মোছাঃ শাহনাজ সুলতানাপরিবার কল্যান সহকারীরজাকপুর, অন্তাহার 
০৭মোছাঃ জেমী খাতুনপরিবার কল্যান সহকারীদারিয়াল, অন্তাহারা 
০৮মোছাঃ সুমনা আকতারপরিবার কল্যান সহকারীশশীবদনী, কুকরুল 
০৯মমতাজ শিরিনপরিবার কল্যান সহকারীহাজরাদিঘী 
১০হোসনে আরা বেগমপরিবার কল্যান সহকারীআশোকোলা 
১১পারভীন আকতারপরিবার কল্যান সহকারীদশটিকা 
১২মোঃ আনিছুর রহমানএম এল এস এসক্লিনিক 
১৩ফাতেমা খাতুনআয়াক্লিনিক 

 

* সেবা সমূহঃ

 

১। মা শিশু ও আগত সকল রুগীর সাধরণ চিকিৎসা দেওয়া।

২। গর্ভবতী ও প্রসূতি সেবা প্রদান।

৩। স্বাস্থ্য শিক্ষা/সেটালাইট সংগঠন।

৪। পরিবার পরিল্পনা সেবা প্রদান।

৫। কিশোর কিশোরীর চিকিৎসা সেবা প্রদান।

৬। সরকারী আদেশে জরুরী ও অন্যান্য কাজে অংশ গ্রহন।

 

* সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

 

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

     ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

    এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

    কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

    চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

     নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

     কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

      টানানো আছে।